পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Spy, * মংবাদ পত্রে মেকালের কথা করে ইহাতে কাহারো২ লাভ হয় ও কাহারো২ সৰ্ব্বস্বনাশ হয়। এই বার স্নানযাত্রার সময়ে দুই জন জুয়া খেলাতে আপন যথাসৰ্ব্বস্ব হারিয়া পরে অন্ত উপায় না দেখিয়া আপন যুবতি স্ত্রী বিক্রয় করিতে উষ্ঠত হইল এবং তাহার মধ্যে এক জন খানকীর নিকটে দশ টাকাতে আপন স্ত্রী বিক্রয় করিল। অন্য ব্যক্তির স্ত্রী বিক্রীত হইতে সম্মত হইল না তৎপ্রযুক্ত ঐ ব্যক্তি খেলার দেনার কারণ কএদ হইল। ( ১৬ জুলাই ১৮২৫ । ২ শ্রাবণ ১২৩২ ) সামান্য সমাচার।-----শ্ৰীমতী মহিষাদলের রাণী ও ঐযুত বাবু গুরুপ্রসাদ বস্থ শ্ৰীক্ষেত্রে যাইয়া প্রত্যেকে পাচ২ শত করিয়া এক সহস্ৰ দীন দরিদ্রেরদিগের কারণ কর দিয়া তাহারদিগকে দর্শন করাইয়াছেন । খেদের বিষয় এই যে ঝড় বৃষ্টি ও গ্রীষ্ম ও লোকাধিক্যপ্রযুক্ত এ বৎসর অনেক লোক হত হইয়াছে। সং কেীং । # ( ২৫ নবেম্বর ১৮২০ । ১১ অগ্রহায়ণ ১২২৭ ) জিলা জঙ্গলমহলের শহর বাঁকুড়াহইতে পূৰ্ব্ব দিকে অনুমান দেড় ক্রোশ অস্তরে দারুকেশ্বর নদী তীরে তপোবন নামে এক স্থান প্রসিদ্ধ আছে সেখানে প্রতিবৎসর বিজয় দশমীর দিনে রঘুনাথ দেবের রথ হইয় থাকে তাহাতে অনেক লোক যাত্রা হয়। এবং নানা দেশহইতে অনেক দোকানী পসারীরা গিয়া নানা প্রকার দ্রব্য ক্রয় বিক্রয় করে ।-- ( ৫ জুন ১৮১৯ । ২৪ জ্যৈষ্ঠ ১২২৬ ) স্নানযাত্র –আগামি মঙ্গলবার ৮ জুন ২৭ জ্যৈষ্ঠ মোং মাহেশে জগন্নাথদেবের স্নান যাত্রা হইবেক । এই যাত্র দর্শনার্থে অনেক২ তামসিক লোক আবাল বৃদ্ধ বনিতা আসিবেন ইহাতে শ্রীরামপুর ও চাতরা ও বহলভপুর ও আকনা ও মাহেশ ও রিসিড়া এই কএক গ্রাম লোকেতে পরিপূর্ণ হয় এবং পূর্বদিন রাত্রিতে কলিকাতা ও চুচুড়া ও ফরাসডাঙ্গা প্রভৃতি শহর ও তন্নিকটবর্তি গ্রামহইতে বজরা ও পিনিস ও ভাউলে এবং আর২ নৌকাতে অনেক ধনবান লোকেরা নানাপ্রকার গান ও বাদ্য ও নাচ ও অন্য২ প্রকার ঐহিক মুখসাধন সামগ্রীতে বেষ্টিত হইয়া আইসেন পরদিন দুইপ্রহরের মধ্যে জগন্নাথদেবের স্বান হয়। ষে স্থানে জগন্নাথের স্নান হয় সেখানে প্রায় তিন চার লক্ষ লোক একত্র দাড়াইয়া স্নান দর্শন করে । পুরুষোত্তমক্ষেত্র ব্যতিরেকে এই ধাত্রা এমন সমারোহ অন্তভ্র কোথাও হয় না। ( ১৬ জুন ১৮২১ । ৪ আষাঢ় ১২২৮ ) স্নানযাত্র। —১৫ জুন ৩ আষাঢ় শুক্রবার মোং মাহেশের স্নানযাত্রাতে লোক অধিক