পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ミセ〜ぐ ( ১৬ আগষ্ট ১৮২৩ । ১ ভাদ্র ১২৩০ ) সতী ॥—মঙ্গলবারের কলিকাতা জরনেল কাগজে সহমরণবিষয়ক শাস্তিপুরের এক পত্র ছাপা হইয়াছে তাহাতে জানা গেল ষে অষ্টাদশ বৎসরবয়স্ক এক স্ত্রী পরমসুন্দরী স্বামী মরিলে পর আপনি সহমরণার্থে কৃতনিশ্চয় হইয়া ঐ শবের সহিত শান্তিপুরসমীপস্থ স্বরধুনী তীরে আইল । এই বিষয় সমাচার পাইয় মোং শান্তিপুরের থানাদার নানা লোক সমেত মানা করিতে সেস্থানে পছছিল এবং ঐ স্ত্রীকে জিজ্ঞাসা করিল যে তুমি কেন এই মৃত ব্যক্তির সহিত দগ্ধ হইতে বাসনা করিতেছ। কি দরিদ্রতার ভয়ে কিম্বা পরিবারের বিদ্রুপের ভয়ে এই কৰ্ম্মে প্রবৃত্ত হইয়াছ। তাহাতে সে প্রত্যুত্তর করিল যে আমার স্বামী আমার জীবিকার্থে সংস্থান রাথিয়া গিয়াছেন এবং সহমরণ করিতে আমার উপরে কেহ জোর করে না কিন্তু আমি স্বামিশবের সহিত দগ্ধ হইলে চতুর্দশ ইন্দ্রকালপর্য্যস্ত পতিলোকে বাস করিব । এই স্বর্গ ভোগ সতী না হইলে পাই না। এই মত অনেক কথোপকথনের পর ঐ স্ত্রীর দুই ক্ষুদ্র বালককে তাহার সম্মুখে আনাইল কিন্তু ঐ বালকেরদিগকে দেখিয়াও ঐ স্ত্রীর হৃদয়ে মাতৃ স্নেহ জন্মিল না। পরে ঐ দয়াশীল থানাদার তাহার প্রাণ ও ঐ দুই বালকের প্রাণ রক্ষা করিবার অনেক ষত্ব করিল কিন্তু অবাধ্যতারূপে সে স্ত্রী আত্মপ্রতিজ্ঞাতে দৃঢ় রহিল। ইহাতে ঐ থানাদার কহিলেক যে আমি নাচার হইলাম তোমার ইচ্ছা। ইহার পরে সে স্ত্রী ঐ শবের সহিত পুড়িয়া মরিল। তাহার বিবরণ। ঐ স্ত্রী আর২ কৰ্ত্তব্য কৰ্ম্ম করিয়া চিতারোহণ করিল ও * আলিঙ্গন করিয়া শয়ন করিল পরে আত্মীয় লোকেরা আসিয়া উভয়কে একত্র কবি" ব"ি তৎপরে এক গাটি পাট দিয়া ঢাকিয়া অগ্নি প্রদান করিল। ( ২৭ এপ্রিল ১৮২২ । ১৬ বৈশাখ ১২২৯ ) সহগমন ॥–ওলাউঠা রোগে অনেক বাঙ্গলি মরিয়াছে তাহার মধ্যে ঐ [ গয় ] মোৰণি এক ব্রাহ্মণ মরিলে তাহার স্ত্রী সহগমনে উদ্যত হইল তাহাতে গয়ার জজ শ্ৰীযুত মেং কিরিষ্টফর স্মিথ সাহেব গিয়া তাহকে অনেক নিষেধ করিলেন তাহাতে সে ব্রাহ্মণী আপন অঙ্গুলি অগ্নিতে দগ্ধ করিয়া পরীক্ষা দেখাইল তাহ দেখিয়া জজ সাহেব আজ্ঞা দিলেন যে তোমার যে ইচ্ছা তাগ করহ । পরে সে স্ত্রী সহগমন করিল। ( ২ আগষ্ট ১৮২৩ । ১ম শ্রাবণ ১২৩° ) সহমরণ –১৪ শ্রাবণ সোমবার চাতরা গ্রামনিবাসি ঘটপঞ্চাশদ্বৎসরবয়স্ক রামধন বাচস্পতি নামে এক ব্রাহ্মণ মরিয়াছেন তাহার পয়ত্রিশ বৎসরবয়স্ক স্ত্রী তৎসহগামিনী হইতে উদ্যত হইলে তাহার আত্মীয়বর্গের ও রাজসম্পৰ্কীয় লোকেরা নানা প্রকার নিবারণ করিল কিন্তু ঐ স্ত্রী সে সকল কথা কোন মতে গ্রাহ করিল না। পর দিন প্রাতঃকালে মোং চাতরার ঘাটে সহমৃতা হইলেন ।