পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ ডক্টর শ্রদীনেশচন্দ্র সেন ঃ—বাঙ্গালীর এক শত বৎসরের ধৰ্ম্ম, কৰ্ম্ম, আচার-ব্যবহার, রীতিনীতি, সাহিত্য ও সমাজের যদি একখানি লিখুৎ ছবি আপনার দেখিতে চাহেন, তবে এই বহিখানি পাঠ করুন –‘বিচিত্র’, মাঘ ১৩৩৯ । .* **. রায় বাহান্থর জীজলধর সেন ঃ—যিনি নিজেকে শিক্ষিত বলিয়া মনে করেন, তাহারই গৃহে এই পুস্তকখানি সযত্নে রক্ষিত হওয়া কৰ্ত্তব্য ; প্রত্যেক পুস্তকালয়ে এখনি স্থান প্রাপ্ত হওয়৷ চাই.। বিশ্ববিদ্যালয়সমূহের দৃষ্টি এই পুস্তকখানির দিকে আকৃষ্ট হওয়া চাই। এমন উপাদেয় অমূল্য সংগ্রহের যদি যথোপযুক্ত অাদর না হয়, তাচ হইলে বুঝিব, আমরা অনেক পিছাইয়৷ আছি, আমাদের সাহিত্য-গৰ্ব্ব শূন্তগর্ভ।–“বঙ্গলক্ষ্মী, ফান্ধন ১৩৩৯ । অধ্যাপক শ্ৰীঅমূল্যচরণ বিদ্যাভূষণ ঃ—ৰিনি ইতিহাস লিখিবেন, যিনি উনবিংশ শতাব্দীর কোন কথা লিখিতে বা জানিতে চাহিবেন, তাহার নিকট সংবাদপত্রে সেকালের কথা’ অপরিহার্য্য ভাবে প্রয়োজন। এমন সুনির্বাচিত ও সুবিন্যস্ত গ্রন্থ ইহার পূর্বে বাঙ্গালী ভাষায় কখনও বাহির হয় নাই –“বঙ্গ শ্ৰী', কাৰ্ত্তিক ১৩৪২ । অধ্যাপক শ্ৰীধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় –ৰাঙলা কেন সমগ্র ভারতবর্ষের ইতিহাস ৰিনিই লিখবেন, তাকেই এই তিন খণ্ড সমসাময়িক ইতিহাসের পৃষ্ঠা দেখতে হবে, তা তিনি যে বিষয়েই লিখুন না কেন । ইদানীংকার ভারতীয় কৃষ্টিধারার এমন Source-book, ইংরেজী বা ৰাঙলী ভাযায় লেখা হয় নি –‘পরিচয়’, কাৰ্ত্তিক ১৩৪২ । 鸚 দুষ্প্রাপ্য গ্রন্থমালা সম্পাদক—শ্ৰীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলা গদ্য-সাহিত্যের ইতিহাস খুব পুরাতন নয়, মাত্র ১৮০১ খ্ৰীষ্টাব্দে–অর্থাৎ এখন হইতে এক শত ছত্রিশ বৎসর পূৰ্ব্বে—প্রথম গদ্যগ্রন্থ রামরাম বস্থ-রচিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ বাংলা হরফে মুজিত হয় । কিন্তু দুঃখের বিষয় যে-সকল গদ্যগ্রন্থ বাংলা ভাষা ও সাহিত্যের ভিত্তি নিৰ্ম্মাণে সহায়তা করিয়াছিল, এই অত্যক্সকালমধ্যে তাহদের অস্তিত্ব পর্ব্যস্ত লোপ পাইতে বসিয়াছে । 镑 বঙ্গ পরিশ্রমে এই সকল দুষ্প্রাপ্য গ্রন্থের প্রথম সংস্করণ সংগ্ৰহ করিয়া যথার্থ যপাঠ মিলাইয়া এবং ভূমিকায় লেখকের জীবনী ও গ্রন্থপঞ্জী দিয়া এই ছুপ্ৰাপ্য গ্রন্থমালা প্রকাশিত হইতেছে। নির্দিষ্ট সংখ্যামাত্র ছাপা হইতেছে। প্রত্যেকটির মূল্য এক টাকা । নিম্নলিখিত গ্রন্থগুলি প্রকাশিত হইয়াছে – ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়--কলিকাতা কমলালয় ( ১৮২৩) রাজীবলোচন মুখোপাধ্যায়-মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্ত চরিত্রং ( ১৮০৫ ) রামরাম বন্থ-রাজী প্রতাপাদিত্য চরিত্র ( obre 3 ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার-বেদান্ত চজিক ) רצ שצ( ং তারিণীচরণ মিত্ৰ-ওরিয়েন্টাল ফেবুলিষ্ট ) تا ه باد ( ७ cश्रोब्रटयांश्न दिशांलकांब्र-क्लोव्च्क्रिांविषोन्नक * ( s४२२ ) ৭ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়—নববাবুৰিলাগ ( strఖరి ) ৮। কাশীনাথ তর্কপঞ্চানন—পাৰগুপীড়ল । ( sછ૨૭ ) يټچ٦دمsي فير