পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলঙ্ক ভঞ্জন । సి বৃন্দা । আর তোদের ন্যাক পোনায় কায নাই, কি হয়েচে তা এখনো কি বুঝতে পারিস নি—এখন যা বল্লেম তাই কর গে, তা হলেই আবার রাজকুমারীর হাসি মুখ দেখতে পাবি এখন । রাধিকে। দৈ, আর ভাই বাক্য যন্ত্রণা দিস নে, এখন মাতে দিক রক্ষা হয় সেইটী করে আমার প্রাণ বাঁচা । বৃন্দে। রাজনন্দিনী! তোমার যে দেখুচি ভাই এট ধনুভঙ্গ পন, বংশধারীকেও ত্যাগ করবে না, কুল মান লজ্জায় ও জলাঞ্জলী দিতে পারবে না-ত এদুটী কায কখন একেবারে সম্পন্ন হতে পারে ? ললিতা—ওঁর ভাই ঠাটের কথা শুনিস নে—উনি আবার শ্যামকে ত্যাগ করবেন—এক দণ্ড র্যাকে না দেখলে চতুর্দিক শূন্য দেখেন তাকে নাকি ভুলে থাকবেন—আমাদের ভাই ঠাকুরট ও যেমন ঠাকুরুস্ট ও তেমনি—এদের ভাব বোঝা ভার চম্পক-ভাই কথাটী বড় মিছে নয়—এ ভাব চক্রে পড়ে আমরা শুদ্ধ ঘুরে মচ্চি— রাধিকা—সখি। তোমরা যা ইচ্ছ। তাই বল—কিন্তু যদি কোন বিহিত করতে না পার—তাহলে এ প্রাণ ও রাখবো না, প্রাণনাথের মুখ দর্শন ও করেবো না— ললিতা—ওকি সখি, অমন প্রতিজ্ঞা ও করে—আমরা