পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о কলঙ্ক ভঞ্জন সকলে মিলে যাতে তোমার একলঙ্ক মোচন হয় তার বিহিত করবোই করবো বৃন্দে–বিহিত তো করবে—কিন্তু শেষ “ যার বে তার মনে নাই, পাড়া পড়শির ঘু নাই” যেন সেই বোর ধো হয় ন – - রাধিকে-কেন সৈ, তা কেন হবে?— বৃন্দে--তার আর বিচিত্র কি-প্রাণ কৃষ্ণের মুখ দেখলেই সব ভুলে যাবে- । রাধিকা–দৈ, আগে দেখ, তার পর বল— । বৃনে—কেমন সখি, নিশ্চয় বল্‌ চে, আমরা যা বলবে তার বিপরিত কাৰ্য্য করবে না?— রাধিকা—ভাই বার বার আমাকে আর ও কথা বলে। না—আমি তোমাদের অমতে কোন কাৰ্য্য করবে না— বৃন্দে--(সখিদের প্রতি) তবে আর ভার্না নাই-আজ কাল কেমন চতুর তা জানা যাবে। গীত } রাগিনী-জঙ্গল । বৃন্দে—ভাল চতুর রাজে শিখাবো – । প্রাণ সখীর পায়ে ধরাবো।