পাতা:সতুর মা.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে “হ” বলিয়া তিনি একটু হাসিলেম, কিন্তু সেটা ঠিক হাসি কি কান্না যোগমায় তাহা ঠিক বুঝিলেন না, স্বামীর মুখের দিকে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিলেন । চিন্তার পিতা আবার তাড়া দিয়া বলিলেন, “যাবে তো শীঘ্ৰ চল না, আর দেরী কিসের ? টিকিট কেন হয়ে গেছে আজকের গাড়িতেই যাব।” যোগমায়া হাসিয়া মনে মনে ভাবিলেন, “তোমার সকলি বিপরীত, যাবে না তো যাবে না, আবার নিয়ে যাবার মন হয়েচে তো অীর দেরী সইচে না ।” স্বামী-স্ত্রীতে যাত্রা করিয়া পথে পা দিয়াছেন, এমন সময় ডাক-পিয়নের সহিত মধু সর্দার ছুটিয়া আসিয়া বলিল,—“খুড়োমশায় ডাকওলা আপনার নামের একখানা পোষ্টকার্ড আর দুখান ইনসিওর্ড চিঠি এনেছে, দুটো সই দিয়ে দিন।” চিন্তার পিতা বিস্ময়ের সহিত সই দিবার জন্য কলম উঠাইয়া পোষ্টকার্ডখানা পড়িয়া বুঝিলেন, র্তাহার স্বপুত্র নিজের শিক্ষার ব্যয় ও পিতা-মাতার খোরাকি বাবদ দুই হাজার টাকা পাঠাইয়াছে এবং ভবিষ্যতে পাঠাইবার আশ্বাস দিয়াছে। যুবজনোচিত দৃঢ়তার সহিত অকম্পিত হস্তে ইনসিওর্ড পত্র দুইখানির উপর মোটা মোট গোট গোটা অক্ষরে “Refused” লিখিয়া পিওনের