পাতা:সতুর মা.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে তখন আবার কিনলেই হবে ; ধার রেখে তীর্থে যাবে পথে যদি মরেই যাই । টাকা হলে বাড়ী আবার কিনতে কতক্ষণ ?” “এই, মাসখানেক পরেই তো চিন্তা আসবে, সেই সময় গেলে হয় না ? তাকে নিয়ে যাবার যে আমার বড় সাধ ; আর নিভ যে আমায় বলে রেখেচে—ম, তুমি যখন কাশী যাবে তখন আমায় খবর দিয়ে নিজে খরচ পত্র করে তোমার সঙ্গে যাব, তাকে একবার খবর দাও না ?” চিন্তার পিতা যোগমায়াকে তাড়া দিয়া বলিলেন,— “না না, কাকেও না-কাকেও না, যাকে নিয়ে যাবার সাধ অন্যবারে নিয়ে যে, এবারে দুইজনে যাই চল । আর এক কথা, দূরের পথে যাচ্চ, গ্রামে যার যার সঙ্গে দেখা করতে ইচ্ছে দেখা করে কথা কয়ে নাও, বলা যায় কি যদি আর দেখা নাই হয় ।” উদ্বিগ্নভাবে যোগমায়া বলিলেন, “কেন আসতে পাবনা নাকি ? তোমার কথার ভাবটা কি বল তো? অমন কর তো আমি যাব না, তোমার অন্নপূন্নো-বিশ্বেশ্বর দেখাতে হবে না, আমার চিন্তা আমায় নিয়ে যাবে, তার সঙ্গে গেলে আমার সব তিথ্যো হবে ।” চিন্তার পিতা জোরে একটা নিশ্বাস ফেলিলেন,— b Ջ