পাতা:সতুর মা.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਡ਼ਵੋ প্রথম পরিচ্ছেদ । বহুদিন বহুচিকিৎসার পর চিকিৎসকগণের পরা মর্শে যেদিন প্রকৃতির শোভা-সম্পৎপূর্ণ গ্রামের উন্মুক্ত বায়ুতে কিছুদিন বাস করা স্থির হইল, তাহার সপ্তাহ পরেই জগৎবাবু তাছার পীড়িত পত্নী ইন্দুমতীকে লইয়৷ বঙ্গদেশের এক নদীতীরবত্তী গ্রামে আসিয়া নয়ন-মনোহর বৃক্ষলতাদি-শোভিত একটি উদ্যানবাটিকায় আশ্রয় লইলেন। সঙ্গে রহিল তাহার বালিকা-ভাগিনেয়ী নিৰ্ম্মলনলিনী আর হিন্দুস্থানী পাচক ও পরিচারক পরিচারিকাদ্বয়। হরিদ্বর্ণের শস্তক্ষেত্রগুলি পাশ্বে রাখিয়া কৃষকপল্লীর মধ্য দিয়া একখানি মোটর গাড়ি যখন নিৰ্ম্মল ও তাহার মাতুল-মাতুলানীকে লুইয়া নদীর ধারের বাগানবাড়ি অভিমুখে ছুটিয়া গেল, কলসী কক্ষে অৰ্দ্ধ-অবগুণ্ঠনাবৃত পল্লীবধুদের কৌতুহল দৃষ্ট্রির সঙ্গে সঙ্গে একটি ধূলা-কাদা