পাতা:সতুর মা.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু মাখা সুন্দরী বালিকার অপূর্ব বিস্ময়-পুলকপূর্ণ দৃষ্টি গাড়িখানির উপর পতিত হইল। “কত বড় একখানা হাওয়া-গাড়ি যাচ্চে রে ভাই দেখ বি আয়”—বলিয়া পরস্পরের দাদা দিদিকে ডাকিতে ডাকিতে, একদল বালক বালিকাকে পথের ধারে ছুটিয়া আসিতে দেখা গেল। চতুদিকের বিবিধ স্বৰ্দ্দশ্যের সহিত এ দৃশ্যটিও নিৰ্ম্মলকে আনন্দাভিভূত করিল। নুতন বাড়িতে আসার পর যেদিন নিৰ্ম্মল তাহার মামাবাবুর সঙ্গে প্রথম ভ্রমণে বাহির হইল, বিশেষ ভাবে তাহার মনোযোগ আকর্ষণ করিল একদল ক্রীড়ারত পল্প-শিশুর মাঝে সেই সুস্থ সবল গৌরাঙ্গী বালিকা । প্রাতে দাসীর সঙ্গে নদীতে স্নান করিতে গিয়াও স্নানার্থী রমণীগণের সহিত নিৰ্ম্মল বালিকাকে দেখিল । সে তাহার নিকটবৰ্ত্তিনী হইলে, বালিকা হাস্যমুখে একবার তাহার প্রতি চাহিয়, ধীরে ধীরে দৃষ্টি ফিরাইয়৷ লইয়া, নিৰ্ম্মলকে তাহার সহিত আলাপের অবসর, না দিয়া সে স্থান ত্যাগ করিল। নিৰ্ম্মল তাহার ব্যবহারে কিছু ক্ষুণ্ণ হইল, কিন্তু কয়েক দিনের মধ্যেই সে বুঝিল, বাহিরে রাস্তার উপর, নদীতীরে, পুষ্পোছানে বা শস্যক্ষেত্রে এই অপরিচিত বালিকা ছায়ার তায় তাহার సిలి