পাতা:সতুর মা.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু দুটা শিশু সহোদর ও একটি জ্ঞাতি-ভ্রাত। শান্তর পিতার অবস্থা বড় স্বচ্ছল নয়, গ্রামে পৌরোহিতা করিয়া, কোনো প্রকারে তিনি পরিবারের অন্ন বস্ত্রের সংস্থান করেন। গ্রামে পুরোহিতের আধিক্য এবং হিন্দুগৃহে *বারোমাসে তেরো পার্ববণের’ অভাব না থাকিলেও, এই দরিদ্র কৃষক-প্রধান গ্রামে পৌরোহিত্য করায়, কোনো দিন তাহার আর্থিক অবস্থার উন্নতি হয় নাই । কিন্তু সচ্ছন্দে জীবনযাত্রা নির্ববাহের পক্ষে তাহার আয় নিতান্ত অল্প হইলেও পৃথিবীর সমুদয় ধনৈশ্বৰ্য্য যাহার অভাবে বার্থ হয়, রাজ-ভাণ্ডারের বিনিময়েও যাহা পাওয়া যায় না, সেই ধনীর প্রার্থনীয় নরপতিরও লোভনীয়—শান্তিমুখ ও সন্তোষ এই দরিদ্র পরিবারের মধ্যে পূর্ণমাত্রায় বৰ্ত্তমান । ভট্টাচাৰ্য্য দম্পতি নিজের শান্তি মুখেই তৃপ্ত নহেন, পরকেও এই সুখের ভাগী করিতে ইহারা সৰ্ব্বদাই সচেষ্ট । গ্রামবাসী বুদ্ধগণ তাহাদের পুরোহিত ঠাকুরের নিকটে ধৰ্ম্মকথা শুনিয়া ধন্য হয়, কৃষকগণ তাহাদের বিপদাপুদে সুপরামর্শের নিমিত্ত ইহার নিকটে ছুটিয়া জাসে, গ্রামবাসিনীরা শান্তর জননীর নিকটে আসিয়া আপনাপন• স্বখ দুঃখের কাহিনী শুনাইয়া শোকে সাস্তুনা, দুঃখ সুখে সহানুভূতি লাভ করে। আপনাদের মধুর প্রকৃতি ও Ꮌ ☾