পাতা:সতুর মা.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু অমুসরণ করে, অথচ তাহার প্রষ্ঠি দৃষ্টি পড়িবামাত্র বৃক্ষলতাদির অন্তরালে লুকাইয়া পড়ে। নিৰ্ম্মলের মামীম তাহার অনুরোধক্রমে সন্ধান লইয়া জানিলেন, বালিকা তাহদের প্রতিবাসী-কন্যা তাহাদেরই স্বজাতি, নাম শান্তমণি, কিন্তু আচরণ তাহার রূপ ও নামের সম্পূর্ণ বিপরীত, কৃষকপল্লী তাহার সমগ্র দৌরাত্ম্যে ব্যতিব্যস্ত । ক্রমে সুযোগ মত বালিকার সহিত নিৰ্ম্মলের আলাপ হইল। আলাপ শেষে বন্ধুত্বে পরিণত হইল। কিছু দিনের মধ্যে নিরতিশয় বিস্ময়ের সহিত সকলে দেখিল, সভ্যসমাজের আদব-কায়দায় অনভ্যস্ত, অপরিচ্ছন্ন, কলহনিপুণ শান্ত হইল—নিৰ্ম্মলের মত শান্ত শিষ্ট ও নীতিদুরস্ত মেয়েটার বন্ধু। নিৰ্ম্মলের সুন্দর সুবৃহৎ উদ্যান-ভবনের পাশ্বেই শান্তর পিতার অনতিক্ষুদ্র কুটার। কুটারখানি ক্ষুদ্র হইলেও সুন্দর, মৃত্তিকাময় ও তৃণাচ্ছাদিত হইলেও সুনিৰ্ম্মিত, সুতরাং স্বৰ্দ্দশ্য এবং শান্তর লক্ষীস্বরূপিনী জননীর নিপুণ হেস্তে প্রত্যেক স্থানের প্রতি সামান্য দ্রব্যটিও সুশৃঙ্খলার সহিত সজ্জিত ও সুপরিস্কৃত । গৃহে শান্তর পিতা মাতা ভিন্ন, পিসিম, দুটি ভগিনী, 为8