পাতা:সতুর মা.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু বহু অনুরোধ উপরোধ করিয়াও সফলকাম হইতে না পারিয়া, অবশেষে কান্নাকাটি জুড়িয়া দিত। গৌরীশঙ্কর র্তাহার তৃতীয় পক্ষের এই নবপরিণীত পত্নীর অহেতুকী ভয় দেখিয়া, সুযোগ পাইলেই তাহাকে বিবিধপ্রকারে বুঝাইতে চেষ্টা পাইতেন ! কিন্তু “চোরা না শোনে ধৰ্ম্মের কাহিনী।” উজ্জ্বল শ্যামবর্ণ উন্নতকায় গৌরীশঙ্করের বলিষ্ঠ বাহুবন্ধন হইতে বহুকষ্টে নিজেকে মুক্ত করিয়া গৌরাঙ্গী বালিক, তাহার সুবর্ণ পুষ্পপাত্রে নীল নলিনীবৎ নয়নদুটি চম্পকাঙ্গুলির দ্বারা আবৃত করিয়া সমীরণান্দোলিত গোলাপ-পাপড়ির মত ঠোঁট দুখানি কাপাইয়া বলিত—“ওগো তুমি চলে যাও ; আর এসো না ; আমাদের বাড়ি আর এসো না।” গৌরীশঙ্কর তাহার এই অমুচিত ব্যবহারে রুষ্ট না হইয়া, তাহার দেবী প্রতিমার মত অনিদ্য-সুন্দর মূৰ্ত্তিখানি দূর হইতে দেখিবেন, কি তাহার মধুরস্পর্শে সন্তঃপত্নীশোক-সন্তপ্ত বক্ষ শীতল করিবেন, ঠিক করিতে পারিতেন না। তাহার মোহের ঘোর কাটিবার পূর্বেই শান্ত তাহদের কুটরের বাহিরে আসিয়া চঞ্চল-গতিতে ধান্তক্ষেত্র পার হইয়া কৃষকগৃহে আশ্রয় লইত। দৈবাৎ মা অথবা পিসিমার সম্মুখে পড়িলেই নির্দয় চপেটাঘাতে তাহার సెby