পাতা:সতুর মা.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা নবদুর্গার কোলে সতু তখন নিতান্ত শিশু ; তখনও তাহার কচিমুখে কথা ফুট নাই, দুর্বল চরণ দুখানি দেহভার বহনে সমর্থ হয় নাই। সে শুধু তখন তাহার ইন্দুনিভনিনের স্বধাহাষ্ঠে জননী-হৃদয়ের শোক তাপ দূর করিতে, শত্রু মিত্রের অন্তর সমভাবে আনন্দাঃত করিতে শিথিয়াছে মাত্র। বড় যত্নের—বড় আদরের সতুকে, নবদুর্গা তখন আবশ্যক মত দুধ যোগাইতে পারে না, ইচ্ছানুরূপ শয্যা পরিচ্ছদাদি দিতে, দুইদণ্ড কোলে লইয়া স্থির হইয়া বসিতে সময় পায় না, দিনরাত যাহাকে বক্ষে রাখিতে সাধ, সে সোনার যাদুকে মাটিতে ফেলিয়, তাহাকে নূতন কাজ বজায় রাখিতে হয় । আশ্চর্ঘ্য বিধির বিধান! একই সময়ে পঙ্কজিনী যখন সুন্দর স্বলজ্জিত প্রকোষ্ঠে পুষ্প-কোমল শয্যায় শয়ন করিয়া, ঙাহার সমস্ত বিষয় বৈভব তাহার জীবনে সকল সাধ আহাদ একটি সন্তানের অভাবে ব্যর্থ হইল ভাবিয়া দীর্ঘশ্বাস ফেলেন, দুঃখিনী নবদুর্গ তখন তাহারই গৃহ প্রাঙ্গনে कनि ভূমিশয্যায় তাহার ননির পুতলি ‘সতুকে শোয়াইয়া ধনী গৃহের আবর্জনারাশি পরিষ্কার করিতে করিতে—অর্থাভাবে দুগ্ধপোষ্য শিশু দুগ্ধ যোগাইতে २