পাতা:সতুর মা.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ। হেমন্ত কৰ্ম্মস্থানে যাইবে, নিৰ্ম্মল তাহার পোষাক পরিচ্ছদ, আয়না, ব্রুস, সাবান এসেন্স ছোট বড় জিনিসগুলি টাঙ্কে গুড়াইয় গুছাইয়া রাখিতেছিল, আর মৃদুভাবে অনুভব করিতেছিল বিচ্ছেদের পূৰ্ব্ব হইতেই বিরহের .বেদনা ! নিৰ্ম্মল মনে মনে নানা যুক্তি তর্ক অনুমান অনুভব দ্বারা তুলনায় শান্তর বিচ্ছেদ, মামা মামার আদর্শনের সহিত ভাবী পতি-বিরহের গুরু লঘুত্বের বিচার করিতেছিল,—এমন সময় একখানি পত্র হস্তে হেমন্ত স্মিতমুখে তথায় উপস্থিত হইয়া বলিল, “নিৰ্ম্মল, একটা স্থখবর আছে ; পুরষ্কারের আশা পেলে এক নিশ্বাসে বলে ফেলতে পারি।” নিৰ্ম্মল মস্তকে ঈষৎ অঞ্চল টানিয়া মুদুহাস্তের সহিত জিজ্ঞাসা করিল,—“খবরটা কি শুনি ?” হেমন্ত উচ্চারিত বাক্যের প্রতিশব্দে কৌতুহলের সুর মিলাইয়া উত্তর করিল,—“এক সপ্তাহ–নিৰ্ম্মল, আর এক সপ্তাহের মধ্যে আমাদের বিরহের কোনো সম্ভাবনা নাই। এ বসন্তে আরো সাতটি দিন তোমার হেমন্ত তোমার কাছে বন্দী হয়ে থাকবে ।” (ת מי כי