পাতা:সতুর মা.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ । প্রথম পরিচ্ছেদ । শোভনকে চিরদিনই নয়নতারা দেখিতে পারিত ন, শুধু নয়নতারা কেন, জগতের অনেকেরই কাছে সে নিতান্ত অপ্রিয় হইয়াই জন্মিয়ছিল। পৃথিবীতে এক রমাদেবী ভিন্ন তাহাকে ভালবার্সিবার, তাহার চোখের জল মূঢ়াইবার, তাহার দুঃখে বেদন বোধ করিবার আর কেহ ছিল না! সকলের অপ্রিয় হইবার কারণ শোভনার ব্যবহারের মধ্যে না থাকিলেও তাহার অদৃষ্টর মধ্যে বিলক্ষণ ছিল। তাই শোভনার মত রূপে লক্ষী গুণে সরস্বতী মেয়ে এ সংসারে প্রতিষ্ঠা লাভ করিতে পারে নাই । - শুনা যায়, শোভন ভূমিষ্ট হইবার পাঁচ দিন পূৰ্ব্বে জ্বরবিকারে, তাহার পিতার ও পরদিন তাহার পিতৃব্যের মৃত্যু হইয়াছিল—তাই শোভন যখন পৃথিবীতে আসে, ծՀե,