পাতা:সতুর মা.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু মুগ্ধ হেমন্ত এ সময় হাতক্যামেরাট হাতে না থাকায় এ অপূর্ব-মিলন-দৃশ্যের একটা ফটাে লইতে পারিল না বলিয়া মনে মনে আপশোষ করিতে লাগিল—আর এক মুহূৰ্ত্তে ঘটনাটা হৃদয়ঙ্গম করিয়া বন্ধুদ্বয়ের ফুল্লাননের মধুরিমা দর্শনে প্রীত, রহস্তপ্রিয় গৌরীশঙ্কর নিৰ্ম্মলের বহুদিন-কথিত বাক্যটি স্মরণ করিয়া, নিৰ্ম্মলকে সম্বোধন করিয়া বললেন—“কি গো বন্ধু ! আমাকে দেখে তো তোমার পছন্দ হয় নি ? বলেছিলে,—“ও বুঝি বর ! ও তো বুড়ো”—তা ভাই আমি তো ন হয় বুড়ো, আমার নাতিটি তে বর ? ওকে পছন্দ হয়েছে কি ?”—আর হেমন্তকে লক্ষ্য করিয়া বলিলেন—“ওহে বিচারক ভায়া ! বন্ধুর মতে আমি হ'লুম বুড়ো, আর তুমি হ’লে বর, কিন্তু এখন বিচার করে বল দেখি, জিতটা হ’ল কার ? বরের, না বুড়োর ?” স্থান কাল বিস্মৃত হইয়া শান্ত ও নিৰ্ম্মল হাসিয়া উঠিল ; পরমানন্দে হেমন্তও সে হাসিতে যোগ দিল,— বৃদ্ধের পুলক-প্রভায় সমুজ্জ্বল স্নেহ-দৃষ্টির তলে, তিনটি তরুণ তরুণীর বিমল হাস্য, যেন প্রয়াগ তীর্থে ত্রিবেণীসঙ্গমের মত মনে হইল । ১২৭ 呜洲...州、