পাতা:সতুর মা.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ অসুখের কথা অপ্রকাশিত রাখিয়াই, রাত্রি দশটার মধ্যে শোভনার সহিত পুত্রের বিবাহ কাৰ্য্য সমাধা করিলেন। কিন্তু চিরকাল যেমন বিধাতা ও মানুষের ইচ্ছার মধ্যে প্রায়ই বৈলক্ষণ্য দেখিতে পাওয়া যায়, এখানেও তাহাই হইল ; এবং তাহারই ফলে, তিনি ভাবিলেন এক—হইল আর। কন্যা সম্প্রদানের পর নব বর-বধূকে যখন বাসরে বসান হইল, বরের রোগ আর বাধা মানিল না, উত্তরোত্তর বুদ্ধি পাইতে লাগিল। ক্রমেই কলেরার লক্ষণ সকল স্পষ্ট প্রকাশ পাইল । বেগতিক দেখিয়া ডাক্তার বাবু কোথায় যে অন্তৰ্দ্ধান করিলেন, আর র্তাহার দেখা পাওয়া গেল না। ভাল ডাক্তারের জন্য কলিকাতায় লোক ছুটিল, কিন্তু ক্তার লইয়া লোক ফিরিবার আগেই—রাত্রি শেষে শোভনার সুখের দীপ নিবিল ! পতি-পুত্রহীন বুদ্ধা ঠাকুরমা যখন পাগলিনীর মত ছুটিয়া, বিবাহ সজ্জায় সজ্জিত সদ্য বিবাহিত শোভনার কাছে আসিয়া, নিজের শিরে করাঘাত করিয়া বলিলেন— “ও পোড়াকপালী ! বাপকে খেয়েছিস, কাকাকে খেয়েছিস্ আবার একেও খেলি ?” শোভনা তখন কি করিবে কি বলিৰে ভাবিয়া না পাইয়া ঘর ছাড়িয়া উঠানের ভিড় ঠেলিয়া, ছুটিয়া পুকুর ধারে গিয়া জলের দিকে চাহিয়া eסיכי