পাতা:সতুর মা.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ বসিয়া রহিল। তারপর কোথা দিয়া সে দিন গেল, কি করিয়া কি হইল কিছুই বুঝিল না, কেবল দিন শেষের স্নান আলোটুকু যখন আকাশের গায়ে মিলাইতে আসিতে ছিল, সেই সময়, একবার গগনভেদ উচ্চক্ৰন্দন ও বিলাপ ধ্বনির সহিত—"বল হরি হরিবোল” শব্দে শোভনার চমক ভাঙ্গিল, সে ফিরিয়া দেখিল কাল যাহারা বিবাহের বরযাত্রী হইয়া আসিয়াছিল, তাহার কাদিতে কঁাদিতে একটা মৃতদেহ বহন করিয়া লইয়া যাইতেছে, আর সঙ্গে সঙ্গে শোভনার আত্মীয়স্বজন হইতে গ্রামের আবাল বৃদ্ধ সকলে কাদিতে কঁাদিতে পাগলের মত তাহাদের পশ্চাতে ছুটিয়াছে। সে দৃশ্ব দেখিয়া শোভন শিহরিয়া উঠিল, সেই “বল হরি হরিবোল” শব্দের সঙ্গে সঙ্গে একটা ভীতিপ্রদ কল্পনা যেন হঠাৎ মূৰ্ত্তি ধরিয়া চারিদিকের গাছপালার আশে পাশে ঘুরিয়া বেড়াইতে লাগিল! সে একবার ক্রমনের স্বরে উচ্চ চীৎকার করিয়া পুকুরপাড়ে লুটাইয়া পড়িল । ' १िन उांशंङ्ग छांन श्ल, ८ण (शिल-ङीशं मां তাহাকে বুকে করিয়া বসিয়া আছেন ; তাহার চোখের জলে তাহার দেহ সিক্ত হইয়া গিয়াছে। ভালরূপ বুঝিবার শক্তি ফিরিয়া আসিলে দেখিল—তাহার গায়ে সে מסיל