পাতা:সতুর মা.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ গৃহস্থের বে, তাহার শ্বশুরবাড়ীতে পাঁচটা ছেলে মেয়ে বেী-ঝির মাঝে এই খাইকুড়ি মেয়েটাকে হঠাৎ লইয়া যাইতে র্তাহার সাহসে কুলাইল না। বিমলা যখন সুইকে কি বলিয়া সান্তন দিবেন ভাবিয়া পাইতেছেন না—ঠিক সেই মুহুর্তে বিমলার দিদি রমাদেবী অগ্রপশ্চাৎ না ভাবিয়া শোভনাকে বুকে টানিয়া বলিলেন —“আয় আমার দুঃখিনীর ধন আমার কাছে আয়। এ পৃথিবীর সকলে যদি ত্যাগ করে, আমি তোকে বুকে ক’রে রাখব।” নিবিবার আগে দীপশিখা যেমন একবার তাহার সমস্ত অবশিষ্ট শক্তিটুকুর সহিত জ্বলিয় উঠে, শোভনার মা'র মুখ তেমনি একবার উজ্জ্বল হইয়া উঠিল, তিনি প্রসন্ন দৃষ্টিতে রমাদেবীর দিকে চাহিয়া বলিয়া উঠিলেন—“দিদি ! তুমি ত মানুষ নও, তুমি দেবী!” তাবপর আর কিছুই শুনা গেল না, মুখের হাসি মিলাইতে না মিলাইতে অভাগিনীর প্রাণ বায়ু শূন্যে মিলাইয়া গেল ! রমাদেবী শোভনাকে লইয়া কলিকাতায় তাহার আপন ভবনে আসিলেন। রমাদেবীর গৃহে বড় কেহ ছিল না। তিনি স্বামীর তৃতীয় পক্ষের স্ত্রী, স্বামী তাহার অপেক্ষ বয়সে খুব বেশী রকমেরই বড় ; সন্তানভাগ্য র্তাহার এমন কিছু ছিল YND(t