পাতা:সতুর মা.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা ” এক মাস যায় দুমাস যায়, সতুকে দেখিয়া দেখিয়া পঙ্কজিনীর আর আশা মিটে না। পঙ্কজিনী এখন মধ্যে মধ্যে শিশুর উপর ঝুকিয়া পড়িয়া তাহার গণ্ডদ্বয় ও চিবুকট প্লট আঙ্গুলে ধরিয়া একটু নাড়া দিয়া যান, কখন তাহার ছোট ছোট হাত দুখানি নিজের দুই করতলে ধরিয়া দোল দিয়া যান, আর বলেন “কি শান্ত ছেলে, মায়ের সঙ্গে কোয় খোজ নেই, পেটটও পড়ে গেছে, তবু দেখ কেমন হাত পা নেড়ে খেলা কচ্ছে, কঁদিতে যেন জানে না !” ধীরে ধীরে ঐ ক্ষুদ্র যাদুকর পঙ্কজিনীর হৃদয় মন আকর্ষণ করিতে লাগিল। মন্ত্রমূখ পঙ্কজিনী আজ কাল নির্জন কক্ষে শয়ন করিয়া ভাবেন—“ঝয়ের ছেলে সতু —আমার ত কেউ নয়, কিন্তু, আমি তাকে একদিন না দেখলে, একবার কোলে না নিলে থাকতে পারি না কেন ? তবে কি লতুর উপর আমার মায় পড়েছে” ? আবার ভাবেন “আচ্ছ সতুর যদি অস্থখ হয় ? না না ও সব মিছে ভাবি কেয় ? আচ্ছা যদিই হয়, তা হোক ন সতু বীয়ের ছেলে, অসুখ হলে কি আর আমি ফেলে রাখব ? —আচ্ছা ধাক, নবদুর্গ যদি আর এখানে কাজ না করে ? সতুকেও ত্ৰ তাহলে নিয়ে যাবে।” পঙ্কজিনী শিহরিয়া উঠিলেন। কিন্তু পরক্ষণেই তাহার কত কথাই মনে হইল । - 8