পাতা:সতুর মা.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ শয়ন করাইয়া অনেকে তাহার শুশ্রষাদিতে নিযুক্ত হইলে সহিস্ ছুটিয়া ডাক্তার ডাকিতে ও বাড়ীতে খবর দিতে গেল। সন্ধ্যার পর আহত স্থানে পটী বাধা অৰ্দ্ধ অচৈতন্য মন্মথনাথকে যখন পাঁচজনে ধরাধরি করিয়া গাড়ী হইতে নামাইয়া শয্যায় শয়ন করাইয়া দিয়া গেল, নয়নতারা স্বামীর সেই দুঃখজনক অবস্থা দেখিয়া কাদিতে কঁাদিতে— “ওগো আমার কি হলো গো ।”—বলিয়া উপরের বারান্দায় আছাড় খাইয়া পড়িল । শোভন নয়নতারার ছোট ছেলেটকে কোলে করিয়া ছাদে গিয়াছিল, মন্মথনাথের আগমন সংবাদ পাইয়া, বিষন্নমুখে ছাদ হইতে নামিয়া র্তাহাকে দেখিবার জন্য র্তাহার ঘরের দিকে গেল। চৌকাটে পা দিতেই নয়ন তার ছুটিয়া আসিয়া বাঘিনীর মত গর্জন করিয়| শোভনার কোল হইতে ছেলে টানিয়া লইয়া চীৎকার স্বরে বলিতে লাগিল—“ও রাক্ষসী তুই আর ঘরে ঢুকিস্নি—বেরো–বেরো—অলক্ষণ বাড়ী থেকে বিদায় ङ् ।” নয়নতারার জেদ বাড়িয়া উঠিল ; সে শোভনাকে তাড়া করিয়া নীচের প্রাঙ্গন পর্য্যন্ত লইয়া চলিল, তাহার মনে হইতে লাগিল—শোভন আর এক মুহূৰ্ত্ত থাকিলে তাহার স্বামীকে বুঝি আর বঁাচান যাইবে না! > 8२