পাতা:সতুর মা.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ শোভনা গেল, সত্যই আঞ্জ সে বাটীর বাহির হইয়া গেল, রাত্রির অন্ধকারে কেহ তাহাকে দেখিতে পাইল ন। পরক্ষণেই আবার কি ভাবিয়া ফিরিয়া আসিল । নয়নতারার চীৎকার শুনিয়া গৃহিণীর আমলের বুড়া দাসী ছুটিয়া আসিয়া, শোভনাকে উপরে সিঁড়িতে উঠিতে দেখিয়া ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিল—“দিদিমণি কি হয়েছে গা ?” • শোভনা রুদ্ধ কণ্ঠে—“ও কিছু না” বলিয়া ত্বরিতপদে উপরে উঠিয়া গেল, তারপর নিজের ঘরে গিয়া হাতের চুড়ি গলার হার খুলিয়া রাখিয়া দিয়া, বাক্স হইতে বহুমূল্য ফ্রেমে বাধা রমাদেবীর একখানি ফটো ও নিজের দিনলিপি খানি বাহির করিয়া সযত্বে আপন বক্ষাবরণের মধ্যে রাখিয়া দ্রুত বাটীর বাহির হইয়া পড়িল । তার পর অন্ধকারের মাঝে মিশিয়া গেল। কেহ দেখিলও না জানিলও না । শোভন যে চিরদিনের মত গৃহ ছাড়িয়া গিয়াছে সে সন্দেহও কাহার মনে উদয় হইল না । যথাসময়ে থালে রাত্রির খাবার সাজাইয়া গ্লাসে জল দিয়া আসন পাতিয়া বামুনঠাকরুণ নয়নতার ও শোভনাকে ডাকিতে পাঠাইল । নয়নতারা আসিল, কিন্তু—শোভনা ? শোভনা কোথায় ? নয়নতারা ডাকিল—“শোভনা”— “শোভন৷ ” কিন্তু কোথায় শোভনা ? বাড়ীর প্রত্যেক > 80