পাতা:সতুর মা.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ রামসহায় “রাম হো” বলিয়া হাই তুলিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বাহিরের দিকে চাহিয়া বলিল—“এ বৃষ্টিতে কি করে বেরব দিদিমণি ? কোথায় বা যাব ? বৃটি ধরুক আগে, নইলে আলো নিবে যাবে যে, এ অন্ধকারে পথ দেখতে পাব কেন ?”

  1. 券 # 数

কথাটা যখন মন্মথনাথের কানে পৌছিল, সকল কখা ন জানিলেও, নয়নতারাই যে শোভনার গৃহত্যাগের কারণ, তাহা আর তাহার বুঝিতে বাকি রহিল না। জননী-সম শ্বশ্রীর মৃত্যুকালের অনুরোধ তাহার স্মরণ হইল। র্তাহার শেষ কথা—“বাবা মন্মথ ! তোমায় আর বেশী কি ব’লব ? শোভনাকে তোমার সহোদরা ভগ্নীর মত দেখো আর মনে রেখো, শোভনা যদি কষ্ট পায়, জীবনের পরপারে গিয়েও আমার আত্মা অমৃধী হবে”—আজ যেন নূতন করিয়া তিনি শুনিতে পাইলেন । শয্যার উপর মন্মথ চঞ্চল হইয়া উঠিলেন। নয়নতারার দিকে চাহিয়া দৃঢ়স্বরে বলিলেম— “তাহলে ত চলবে না ; যে রকমেই হোক শোভনাকে খুজে বাড়ীতে আনতে হবে। যাও--যাও—শীঘ্ৰ চারিদিকে লোক পাঠাও—দেরি কোরনা।” বহুদিন ধরিয়া বহু অনুসন্ধান করিয়াও শোভনাকে 286t Ye