পাতা:সতুর মা.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ স্থান তন্ন তন্ন করিয়া খোজা হইল কিন্তু শোভনাকে পাওয়া গেল না ! বিরক্ত হইয়া নয়নতার একাই আহারে বসিল, কিন্তু তাহাতে রুচি হইল না, দুই এক গ্রাস মুখে তুলিয়াই সে উঠিয়া পড়িল। নয়নতারা ভাবিতে লাগিল— তবে সত্যই শোভন চলে গেল নাকি ? কিন্তু যাবে কোথা ? এজগতে তা’র আর যাবার স্থান কোথা ? যাক এখনি আবার ফিরে আস্তে হবে। শয্যার উপর স্বামীকে নিদ্রিত দেখিয়া, স্বতন্ত্র শয্যায় কোলের ছেলেটকে বুকের কাছে টানিয়া লইয়া নয়নতার ঘুমাইতে গেল। কিন্তু ঘুম তাহার চক্ষে আসিল না, মন শান্ত হইল না। অশান্ত মনে সে শয্যার উপর উঠিয়া বসিয়া পাশের জানালাটি খুলিয়া শোভনার অন্ধকার ঘরটার দিকে চাহিয়া রহিল। কোথাও একটু সামান্য শব্দ হইলেই তাহার মনে হইতে লাগিল—ওই বুঝি শোভন ফিরে এল ! তারপর শেষরাত্রে শ্রাবণের মেঘ যখন সগর্জন ধারাবর্ষণ অারস্ত করিল—নয়নতারা আর. স্থির থাকিতে পারিল না, উঠিয়া বাহিরে গিয়া ভূত্যকে জাগাইয়া বলিল—“রামসহায়, শীঘ্র বাগান থেকে নিধিয়াকে ডেকে নিয়ে দুজনে শোভনাকে খুঁজে বাড়ী ফিরিয়ে আন—এমন দুৰ্য্যোগে বাইরে থাকলে সে যে মারা যাবে।” > 88