পাতা:সতুর মা.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু স্বামী চলিয়া গেলে, রাগ অভিমানে বিদায় দিয়া স্থির মনে রামদুলারী সমস্ত ভাবিয়া দেখিয়াছিল যে, বলিতে গেলে দোষটি তাহার নিজেরই সম্পূর্ণ। চির ক্ষমাশীল, চির প্রেমময় স্বামী তাহার অনুচিত ব্যবহার এ পর্যন্ত অনেক সহিয়া আসিয়াছেন। অনুতাপে রামদুলারার হৃদয় দগ্ধ হইতে লাগিল। নির্জনে চোখের জল মুছিয়া দিনের পর দিন গণিতে লাগিল। ভ্রাতার নিকট স্বামীর নিরাপদে পৌছান সংবাদ আসিল, আরও কয়েক খানা পত্র আসিল কিন্তু তাহার নামে কোন পত্র আসিল না। রামদুলারী লেখা পড়া জানেন, নিজেও কোন পত্র দিতে পারিল না। ভউজি ( ভায়ের স্ত্রী ) বেশ লেখাপড়া জানেন, পিত্রালয়ে থাকিতে মিশন স্কুলে পড়িয়াছেন, এখানেও ত্রিবেণীনারায়ণের নিকট বিশেষ ভাবে শিক্ষা পাইয়াছেন । তিনি অনায়াসেই পত্রাদি লিখিয়া দিতে পারেন, কিন্তু তাহাকে সকল কথা জানাইবার সাহস তাহার নাই। জগতের মধ্যে সে ভউজিকে যত ভয় করে এত আর কাহাকেও নয়, তাই তাহার কাছে অনেক কথাই তাহাকে গোপন রাখিতে হয় । আবার ভউঞ্জি ভিন্ন তাহার এমন আপনার লোকই বা কে আছে যাহাকে বিশ্বাস করিয়া কোন কথা বলে বা কোন সুখ > ●(t