পাতা:সতুর মা.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু ঃখের কথা জানাইতে পারে ? তাই মনের দুঃখ মনে রাখিয়া রামদুলার দিন কাটাইতে লাগিল । মে মাসের দিন। কখন ভোর হইয়াচে । কিন্তু বেলা যেন আর ফুরাইতে চাহিতেছে না, রৌদ্রও কমে না দিনও শেষ হয় না। ঘরের বাহিরে রৌদ্র বা বাঁ। করিতেছে, হু হু শব্দে ‘লু * চলিতেছে, ঘরের মাঝে পাখার তলে বসিয়াও গরমে প্রাণ ওষ্ঠাগত হইতেছে। বাবু ত্রিবেণীনারায়ণের বাড়ীর চাকর বাকর অনেকেই এখনও দিবানিদ্রা ত্যাগ করিয়া কৰ্ম্মে নিযুক্ত হইতে পারে নাই। পত্নী মোহনী ছেলে মেয়ে কয়টকে লইয়া ঘরের মধ্যেই শয়ন করিয়া আছেন। মহারাজিন ণ" নীচের ঘরে বুঢ়িয়ার সহিত গল্প করিতে করিতে পুদিনার চাটনি প্রস্তুত করিতেছে। আর রামদুলারী নিজের শয়ন গৃহে বসিয়া নির্দিষ্ট সময়ের পূর্বে জাগরিত পুত্রকে পুনরায় ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছে। শিশুপুত্র সুখলালকে কোলে লইয়া শিরে মৃদু করাঘাত করিতে করিতে সুর করিয়া রামদুলারী বলিতেছে—

  • পশ্চিমে গ্রীষ্মকালের আগুনে হাওয়া ।

+ পাচিক ব্রাহ্মণী । وهو لا