পাতা:সতুর মা.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা পঙ্কজিনী নবদুর্গার সন্তানটিকে “আমার” বলিবার অধিকার পাইলেন। তাহার মাতৃস্নেহপূর্ণ হৃদয় জগতের সকল স্থখ দুঃখ বিস্তৃত হইয়া একটি শিশুসন্তানকে বক্ষে পাইবার জন্য নিশিদিন আকুলী বিকুলী করিতেছিল, আজ সতুকে পাইয়া পঙ্কজিনীর সে অশান্ত হৃদয় শান্ত হইল । নবদুর্গ অর্থের বিনিময়ে সন্তান দিল না, কিন্তু স্বৰ্গীয়ভাবে পূর্ণ হইয়া সন্তানহীনার অভাব মোচনের জন্যই সে তাহার ধন্নাধরা কামনা-করা পুত্ররত্বটিকে অসময়ের আশ্রয়দাত্রী প্রভুপত্নীকে দান করিল। দুঃখিনীর এই মহাদান কেহ জানিল না-দেখিল না। নিতান্ত গোপনে, লোকলোচনের অগোচরে মজুমদার-দম্পতি ইহা গ্রহণ করিলেন । সাক্ষী রহিলেন সর্বদশী ভগবান। আর জগতবাসীর মধ্যে সাক্ষী রহিলেন মজুমদার মহাশয়ের আয়ব্যয়ের হিসাব রক্ষক নীলমণি গাঙ্গুলি। মজুমদার-দম্পতি র্তাহাকেও প্রতিজ্ঞাবদ্ধ কারলেন,—প্রাণান্তেও তিনি একথা কাহারও নিকট প্রকাশ করিবেন না। স্বাভীষ্টলাভে হৃষ্ট মজুমদার-দম্পত্তি এইবার এস্থান ত্যাগ করিবার জন্য নিতান্ত উৎসুক হইলেন, বিশেষ চেষ্টায় কিছুদিনের মধ্যে এ আশাও তাঞ্জার পূর্ণ করিতে পারিলেন ।