পাতা:সতুর মা.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা बनलिद्र नद्रशाख महत्व इहेडहे नव श्रांश-मशैन জামলে উৎফুল্ল পঙ্কজিনী স্বামীর সহিত নূতন স্থানে আসিলেন। পুরাতন পাচক পরিচারকগণের সকলে যেখানকার লোক সেখাৰেই রহিল, সঙ্গে থাকিলেন কেবল গাঙ্গুলি মহাশয়, আর থাকিল নবদুর্গা ; তাহকে ইহার ছাড়িতে চাহিলেও সে কোনমতে ইহঁাদের সঙ্গ ছাড়িল না। কেবল সে যখন বুঝিল পঙ্কজিনী তাহার সর্বস্বধন হাতে পাইয়া এখন তাহাকে এড়াইতে পারিলেই স্বচ্ছন্দ হন, তখন তাহার সাদা প্রাণে অচিড় পড়িল, ব্যথার পরে ব্যথা বাজিল। i অর্থদান তুষ্ট করিয়া নবদুর্গাকে বিদায় করিতে পারিলেই পঙ্কজিনী নির্ভাবনা হইতেন, কিন্তু তাহা হইল মা। নবম্বুর্গ প্রভুপত্নীর প্রদত্ত অর্থ ও স্বপরামর্শের প্রতি কিছুমাত্র আগ্রহ প্রদর্শন না করিয়া তাহদের অনুমতির অপেক্ষায় না থাকিয়, কোনক্রমে এই গুহে একটু স্থান করিয়া লইয়া চিরস্থায়ী হইল। পঙ্কজিনী আর বাধা দিতে পূরিলেন मा | নবদুর্গার জীবনের আর এক অঙ্কের আরম্ভ হইল। ভাগৃহস্থ-ব নবদুর্গ অবস্থা ৰিপর্যায়ে পড়িয়া যে সত্বকে কোলে লইয়া জগতে মাতৃত্বের অধিকার পাইয়াছি ভাবিয়া b