পাতা:সতুর মা.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু সবক হোই সো হাল তুমহুক হোই। নাহক রোয়কে কেয়া করোগী ?” বহুক্ষণ এইরূপ কথাবাৰ্ত্তার পর পৈরাগিয়া রামদুলারার নিকট হইতে উঠিয়া গেল । * পৈরাগিয়া গৃহে ফিরিলে রামদুলার ভোঁজির নিকট এই সংবাদ লইয়া উপস্থিত হইল । মোহনী বুঝিলেন তাহার ক্ষীণ বুদ্ধি ননদটাকে এই , আজগুলি সংবাদ শুনাইয়। আবার কে পাগল করিয়া দিয়া গিয়াছে । রঙ্গ দেখিবার জন্য প্রকাশ্যে বলিলেন— “সত্যি নাকি ? তবে তো মহা বিপদ দেখচি রামদুলারী ! তা হলে কি হবে ?” রামদুলারী উত্তর করিতে পারিল না, হস্তে মস্তক রক্ষা করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল । মোহন হাস্য গোপন করিয়া কৃত্রিম বিষন্নতার সহিত বলিলেন —“আমার তো যাহোক এক প্রকার ভাল, সকলে এক স্থানে অষ্টি, কোন ভালনা নাই ; মর মরব এক সঙ্গে সব শেষ হয়ে যাবে, কিন্তু তোমারই তো ভাবনা, সুখলালের বাপ বিদেশে, আহা মরতেই যদি হয়, মরণ কালে একবার স্বামীর সঙ্গে তোমার দেখা হবে না । কি আপশোধ ” ४ १२