পাতা:সতুর মা.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু , রামদুলারী নিজের চিন্তায় বিভোর, মোহনীর বিক্রপ কিছুই বুঝিলন, চক্ষের জল মুছিয়া বলিল—“নসাব ! নহিলে এমনই বা হবে কেন ? আরও তো কতবার "ভূঁই* ডোল” হয়েচে, কুন্তু এমন তো কখন হয় নি, এ সূরজ নারায়ণের সঙ্গে বঢ়ানির বিবাদ কিনা, এতে কি আর স্মৃষ্টি থাকতে পারে ?” মোহনী উচ্ছসিত হাস্য-বেগ সম্বরণ করিয়া কহিলেন, “তাইত, এযে বিষম ব্যাপার!” ভোজীর নিকট কোন সান্তন না পাইয়। রামদুলারী আলার নিজের ঘরে গেল । বস্তৃক্ষণ চিন্তা করিয়া অবশেষে স্থির করিল, ১৯ তারিখের প্রলয়ের পূর্বে বেণীপ্রসাদকে কৰ্ম্মস্থান হইতে গৃহে আসিতে টেলিগ্রাম করাই তাহার স্বামীর সহিত শেষ সাক্ষাতের একমাত্র উপায় । কিন্তু টেলিগ্রাম করে কাহার দ্বার ? অশ্রঞ্জলে ভাসিয়া রামদুলারী ভাবিল রাগের মাথায় যাহা বলিয়াছি তাহাই কি সত্য হইবে ? এ জীবনে আর কি সে হাসিমুখ দেখিতে পাইব না ? চিন্তাক্লিষ্ট অন্তরে রামাণ্ডুলারী দেবমন্দিরে গিয়া করযোড়ে পতির মঙ্গল কামনা করিল। রাত্রে শয়ন করিতে গিয়া স্বামীর সহিত বিচ্ছেদের ঘটনা আনুপূর্বিক স্মরণ করিয়া অশ্রুরূদ্ধ কণ্ঠে সকাতরে কহিল » ማo