পাতা:সতুর মা.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন বহুদিনের হতাশার পর অনিলের দ্বিতীয় পত্র অসন্তাবিতরূপে স্বহাসিনীর হস্তগত হইল । সে চিঠিতে আর কিছুই নাই, কেবল পত্ৰখানির ছত্ৰে ছত্রে গভীর অতুলনীয় প্রেমের বিকাশ আর আকুল আহবান ! মুহাস একবার দুইবার বারবার সে পত্ৰখানি পাঠ করিল। বারবার সরলা তাহ। শ্রবণ করিল । দুটি অভিন্নহৃদয় বন্ধু স্থির করিতে পারিল না এখন তাহাদের কৰ্ত্তব্য কি ? ক্ষণেক চিন্তার পর সরল বলিল, “তুই একটু বোস ভাই, আমি একবার মা’র ঘরে যাই ।” সরলা চলিয়া গেলে সুহাসিনী লক্ষ্যহীন অবসাদগ্ৰস্ত মনটাকে স্থির রাখিবার জন্য তাহার প্রিয়চিন্ত হইতে জোর করিয়া সরাইয়া লইয়া একখানা পুস্তকের পৃষ্ঠার মধ্যে ঘুরাইতে লাগিল । স্বহাসিনা বুঝিয়াছিল লোকে যাহাকে “স্বখ” বলে, জগতের সেই দুলভ লোভনীয় পদার্থটির নিকট হইতে চিরদিনই তাহাকে দূরে থাকিতে হইবে । পিতৃপ্রদত্ত কোম্পানীর কাগজের মৃদ আর তালুকের বাৎসরিক আয়ব্যয়ের হিসাব করিতে করিতে, লোক দেখান মৌখিক হাস্তামোদের তিতর দিয়া গুণটানা নৌকার মত তাহার > ァ○