পাতা:সতুর মা.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন যথেষ্ট সাবধানতা সত্বেও অনিল ধরা পড়িল। আনন্দবিহবল মুগ্ধ দম্পতি শিহরিয়া মৰ্ম্মাহতচিত্তে পরস্পরের নিকট বিদায় লইল । ক্রোধে কোপন-স্বভাব বিশ্বস্তুর চৌধুরীর মূৰ্ত্তি ভীষণ হইল । সুহাসিনী মনে-মনে প্রমাদ গণিল। অনিলের গমনপথে নিবন্ধ দৃষ্টি হাসিনী নীরবে বিশ্বজননীর চরণে পতির মঙ্গল কামনা করিল। অবিবেচক অভিভাবকের অন্যায় শাসনে শাসিত দম্পতির পরিণাম চিন্তা করিয়া সরল স্তম্ভিত হইল! আর এমন সঙ্কটের দিনেও কন্যা-জামাতার প্রতি স্নেহ প্রকাশে অসমর্থ উপায়ান্তরবিহীন জমিদার-গৃহিণীর বক্ষ যেন দুঃখের ভারে ভাঙ্গিয়া পড়িতে চাহিল ! 染 帶 举 # 嚇 কোন রকমে কথাটা অতিরঞ্জিতভাবে অনিলের পিতার কর্ণে উঠিল ! জমিদার ভূপাল রায় বুঝিলেন, তাহার আদেশ উপেক্ষা করিয়া শ্বশুরালয়ে গিয়া অনিল অপমানিত হইয়া গৃহে ফিরিয়াছে। অহঙ্কত জমিদারদ্বয়ের এই সূত্রে বিবাদটা আরও ঘনীভূত হইয়া উঠিল । উভয়েই পিতৃশাসন উল্লঙ্ঘনকার পিতৃগৰ্ব্ব-খৰ্ব্বকারী কুলাঙ্গার পুত্র-কন্যাকে উচিতমত ভৎসনা করিয়া পূর্বাপেক্ষা কঠোরশাসন-গণ্ডীর মধ্যে আবদ্ধ করিলেন । >b &