পাতা:সতুর মা.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । “অনিল ।” পিতার জলদগম্ভীর স্বরে চমকিত হইয়া অনিল উঠিয়া, দাড়াইয়া নতমুখে পিতার আদেশ প্রতীক্ষা করিতে লাগিল । পিতা ভাবিলেন, “ছোড়াটা একেবারে উচ্ছন্ন গেছে, পড়তে বসেছে তাও সেই ছোটলোকের মেয়ের ফটােখানা সামনে রেখে ! ধিক্ পিতৃগৰ্ব্বখর্বকারী কুলাধম পুত্ৰ ! থাম, শীঘ্রই এর উপযুক্ত প্রতিৰিধান করচি।” তিনি সম্মুখের চেয়ারখানিতে বসিয়া একখানি পত্র পুত্রের হস্তে দিয়া কৰ্কশকণ্ঠে বলিলেন,—“দেখ দেখি চিঠিখান করে হাতের লেখা ! পাত্রীর পিতাকে আমার কোন শত্র এ চিঠি লিখলে ?” অনিল পত্ৰখানি ঘুরাইয়া ফিরাইয়া দেখিয় ধীরস্বরে উত্তর করিল, “আমি,—এ চিঠি আমিই লিখেছিলুম।” "কেন ? কার বুদ্ধিতে কোন সাহসে আমায় লুকিয়ে এমন চিঠি তুমি লিখলে ? “আমি আর বিবাহ কোরবো না।” “করবে না ?” d לכי