পাতা:সতুর মা.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন “না” । রুদ্রমূৰ্ত্তি পিতার সমক্ষে অনিলের স্পষ্ট উত্তর—“না।” '• দুৰ্ব্বল নিরীহ প্রজার দণ্ডমুণ্ডের কৰ্ত্তা, শত্রুর যম প্রবলপ্রতাপ ভূপালচন্দ্র রায়ের মুখের উপর এমন স্পষ্ট অসস্মৃতি প্রকাশ করা ! কি দুঃসাহস ! ক্ৰোধোত্তেজিত স্বরে বলিলেন—“না ? বিয়ে করবে না ? ও স্পৰ্দ্ধা তো কম নয়! আমার হুকুম-ও ছোটলোকের মেয়ের মায়া ত্যাগ করে তোমায় বিবাহ করতেই হবে।” অনিল পূর্ববং দৃঢ়স্বরে বলিল—“ন। তা হবে না, আর যা বলেন পারবো, কিন্তু আপনার এ অন্যায় আদেশ আমি পালন করতে পারবে না !” পুত্রের উত্তর দিবার ভঙ্গী দেখিয়া ক্ষণেক স্তস্তিতভাবে থাকিয়া বলিলেন—“জান, আমার আদেশ অমান্য করে আমায় অসন্তুষ্ট করলে তোমায় আমি ইচ্ছা করি তো আমার বিপুল সম্পত্তি হতে বঞ্চিত করতে পারি ?” অনিল নিরুত্তর রহিল । - ক্ৰোধোন্মত্ত জমিদার আবার বলিলেন, “শোন অনিল । যদি আমার অবাধ্য হও তোমায় আমি ত্যজ্যপুত্র কোরবো, আমার অতুল সম্পত্তি হতে সম্পূর্ণরূপে বঞ্চিত করে তোমায় সম্বলহীন পথের ভিখারী কোরবো ।” و b لا