পাতা:সতুর মা.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন তথাপি অনিল নিরুত্তর ! . - বহুক্ষণ বহু তর্জর গর্জনের পরও পুত্রকে নিরুত্তরে নতশিরে থাকিতে দেখিয়া অবশেষে অনুমান করিলেন, পুত্র ভীত হইয়াছে । সত্যই তো সাধ করিয়া কে এমন পিতৃসম্পত্তি হইতে বঞ্চিত হইতে চাহে ? সুতরাং মৌনই সম্মতির লক্ষণ বুঝিয়া তিনি পুত্রকে তাহার আদেশ বুঝাইয় দিয়া সে গৃহ ত্যাগ করিলেন । সন্ধ্যার অন্ধকারে নিঃশব্দে সুহাসিনীর পান্ধী জমিদার ভূপাল রায়ের ভবনের অন্তঃপুরের একটি গুপ্তারে নামিল। পান্ধী-বেহার ও সঙ্গের লোকজন সকলেই নীরবে ফিরিয়া গেল । কম্পিতহীদয়ে ধীর পদক্ষেপে সুহাসিনা ভিতরে প্রদেশ করিল। উজ্জ্বল দিবালোকে আনন্দের কোলাহলে চৌদিক ধ্বনিত করিয়া যেখানে তাহার রাণীর মত গৌরবে দাড়াইবার কথা, সেই সুখের স্বামী-গৃহে সে কি না আজ সন্ধ্যার অ’াধারে নিঃশব্দে চোরের মত গুপ্ত-দ্বার দিয়া প্রবেশ করিল ! কোন পথে প্রবেশের সুবিধা হইবে তাহাও অনিল পত্রে লিখিয়াছিল ; এখানে যে অনিলের অপেক্ষা করিবার কথা ; সে পথ দেখাইয়া না লইয়া গেলে সুহাসিনী কোথা যাইবে ? এ ভবনের সর্বস্থান তো তাহার সুপরিচিত নহে ? Ջեյ Գ