পাতা:সতুর মা.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন তাহার তাহাও নাই .এ গৃহে দীনহীন ভিখারিণীরও স্থান আছে, কিন্তু তাহার নাই। এখানেও আশ্রয় নাই, পিতার মৰ্য্যাদা ক্ষুঃ করিয়া আসিয়াছে, সেখানেও আর ফিরিবার উপায় নাই ! সে মনে মনে বলিল “হায়, কোন সাহসে, কি আশায় ঐ দুঃসাহসের কাজ করিলাম !” সুহাসিনী চক্ষে অণধার দেখিল, মস্তিক্ষের মধ্যে বিশ্বব্ৰহ্মাণ্ড ঘুরিতে লাগিল। আর এক পদও অগ্রসর হইবার তাহার সামর্থ রহিল না। আশঙ্কা অনুতাপ ও উদ্বেগে যখন তাহার রক্ত হিম, দৃষ্টি ব্যাকুল, চরণ গতিশক্তিহীন— কাহার মৃদুস্পর্শে চমকিত হইয়া মুখ তুলিতেই দেখিল অনিল । রুদ্ধ নিশ্বাসে পাংশু মুখে সুহাসিনী সম্মুখে হেলিয়া পড়িল, তাহার পদদ্বয় আর তাহার ভার বহন করিতে পারিল না! প্রসারিতহস্তে অনিল অৰ্দ্ধ মূচ্ছিতাকে রক্ষা করিল। বধুর কপাল ভাঙ্গিয়া বৈবাহিকের গর্ব খর্বল করিবার উৎকট আগ্রহে সুহাসিনীর শ্বশুরমহাশয় বহু অনুসন্ধানে এক উপাধিধারী রাজার একমাত্র কন্যার সহিত অনিলের বিবাহ সম্বন্ধ স্থির করিয়াছেন । রাজকন্যালাভের সঙ্গে সঙ্গে অদ্ধেক নয়, ভবিষাতে অনিল উত্তরাধিকারসূত্রে শ্বশুরের সমুদয় সম্পত্তিই )byస