পাতা:সতুর মা.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন লাভ করিতে পারিবে এবং বিশহকালে যৌতুক-স্বরূপ যাহা পাইবে তাহাতে স্বয়ং জমিদার মহাশয়েরও ঐশ্চৰ্য্যবৃদ্ধির বিশেষ সহায়তা হইবে ; অধিকন্তু বধু আপন অতুলনীয় রূপের দ্বারা অনিলের হৃদয় হইতে সুহাসিনীর ছবি—এমন কি তাহার স্মৃতিটুকু পর্যন্ত নিঃশেষে মুছিয়া দিতে পারিবে । এই অভাবনায় আনন্দে জমিদারদম্পতির হৃদয় পূর্ণ! বিবাহের মাসাধিকব্যাপী উৎসব আয়োজনের মাঝে তাহাদের উৎসুক-চিত্ত কেবল সেই শুভক্ষণের প্রতীক্ষা করিতেছে—যখন রাজপুত্রা কনকলতা বধুরূপে আসিয়া তাহাজের গৃহ উজ্জ্বল ও স্বহাসিনীর জীবন চিরবিষাদে আচ্ছন্ন করিবে ! পিতার ইচ্ছায় বাধা দিবার পক্ষে অনিল, জননীর নিকট কিছু সাহায্যের প্রত্যাশা করিয়াছিল ; কিন্তু বুঝিল, সে আশাও দুরাশা মাত্র । বিবাহে নিতান্তই অনিচ্ছা বুঝিয়া জননী যখন আগ্রহভরে তাহার ভাবী পুত্রবধুর প্রতিকৃতিখানি তাহার হস্তে দিয়া তাহাকে সুন্দর রূপে বুঝাইয়া দিলেন, এমন হাতের লক্ষী পায়ে ঠেলা তাহার উচিত নয় এবং তাহার। বৰ্ত্তমান থাকিতে সে তাহা পরিবেও না, তাহাদের আদেশ ও অভিলাষ অনুসারে তাহাকে পত্নীত্যাগ করিয়া দারান্তর গ্রহণ করিতেই Ꮌ Ꮍ o