পাতা:সতুর মা.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भिलन অনিল নাই, কেবল সহস্ৰ সুগন্ধি পুষ্পের সুবাসামোদিত কক্ষমধ্যে পালঙ্কের উপর সযত্বে রচিত একটি পুষ্পশয্যা মধুনিশি অবসানে হৰ্ষ-বিহবল দম্পতির মিলন-স্মৃতি জাগাইয়। অলসভাবে পড়িয়া আছে । পরদিন বৈকালে যে সময় বরের শোভাযাত্রাবাহির হইবার স্থির ছিল—অনুসন্ধানে প্রেরিত লোকজন ভগ্নমনে ফিরিয়া আসিয়া সংবাদ দিল—গতরাত্রে অনিলের সবিশেষ চেষ্টায় তাহার অভিন্নহৃদয় বন্ধু, কুমুদরঞ্জন রায়ের সহিত সর্বসম্মতিক্রমে শুভক্ষণে রাজপুত্ৰী কনকলতার শুভপরিণয় স্বসম্পন্ন হইয়া গিয়াছে। বন্ধুর বিবাহে অনিল সস্ত্রীক উপস্থিত ছিল, ইহার পর তাহদের আর কোন সংবাদ কেহ জানে না । సా8