পাতা:সতুর মা.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন আনন্দ উল্লাস, সুখ-শান্তি । কি’মুন্দর জীবন আমাদের– কি সুখের মিলন ! / 蛛 * 路 岑 # প্রভাতে কুসুম-ভূষণ উষারাণীর সঙ্গে সঙ্গে এয়োগণ সধবার উজ্জ্বল বেশ-ভূষায় স্থসজ্জিত হইয়া প্রসন্নমনে মঙ্গলামুষ্ঠানের জন্য সম্মিলিত হইয় প্রতিক্ষণে অনিলের নিদ্রাভঙ্গের প্রতীক্ষা করিতে লাগিলেন। বধূ মুহাসিনীর আগমন অনিলের কৌশলক্রমে কাহারে গোচর হইতে পায় নাই, সুতরাং সে সম্বন্ধে কাহারো মনে কোনই প্রশ্ন উঠিল না। কিন্তু বহুক্ষণ অতীত হইল গাত্রহরিদ্রার লগ্ন উত্তীর্ণ হইতে চলিল তথাপি অনিল বাহিরে আসিয়া শুভ অনুষ্ঠানে যোগ দিল না দেখিয়া পুরস্ত্রীগণ উৎকণ্ঠিত। হইয়া উঠিলেন। আজিকার দিনে আনিলের এই অশিষ্ট আচরণে রুষ্ট জমিদার মহাশয়ের তর্জন গর্জনে সারাভবন কম্পিত ও নর-নারীগণ শঙ্কিত হইয়া উঠিল ; ভূতাদের প্রতি আনিলের শয়নকক্ষের দ্বার ভগ্ন করিবার জাদেশ দিয়া তিনি স্বয়ং তথায় উপস্থিত হইলেন । দ্বার ভগ্ন করিতে হইল না, অর্গলহীন রুদ্ধদ্বার সামান্য আঘাতেই খুলিয়া গেল। প্রভাতের স্নিগ্ধ অরুণালোকে অতিমাত্র বিস্ময়ের সহিত সকলে দেখিলেন গৃহ শূন্ত । ) సెvరి ১৩