পাতা:সতুর মা.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ করিয়াছিলেন, প্রিয়তম পতির সদা প্রফুল্ল মুখখানির দিকে চাহিয়া প্রাণাধিক কন্যাকে বুকে লইয়া পৃথিবীতে স্বর্গের আভা দেখিয়াছিলেন, হায়! আজি ৰ্তাহার নয়ন সম্মুখ হইতে নিয়তি সে আলোক অপসারিত করিল, তাহার সে সুখ-স্বৰ্গ মিলাইয়া গেল ! * সুধাংশুনাথ সচ্চরিত্র ও বহু সদগুণসম্পন্ন হইলেও র্তাহার প্রধান দোষ এই ছিল যে, তিনি অমিতব্যয়ী ও অপরিণামদশী যুবক ছিলেন ! অল্প বয়সে পিতৃ-মাতৃহীন সুধাংশুনাথ বিশ্ববিদ্যালয়ের নিকট চির-বিদায় লইয়া জ্যেষ্ঠ ভ্রাতার বহু নিষেধ সত্তেও গবর্ণমেণ্টের চাকরি গ্রহণ করিয়া আত্মীয়-স্বজনবিহীন সুদূর পার্বত্য-প্রদেশে আসিয়া তাহার ক্ষুদ্র সংসার পাতিয়া বসিয়াছিলেন। এখানে তাহার প্রিয় বন্ধু স্বরেশচন্দ্রের আন্তরিক যত্নে ও সাধবী পত্নী প্রভাবতীর সেবাগুণে জীবনান্ত পৰ্য্যন্ত র্তাহাকে প্রবাস বাসের কষ্ট কখন অনুভব করিতে হয় নাই । পত্নী-প্রেম-মুগ্ধ কন্যা-স্নেহ মোহিত স্থধাংশুনাথের জীবনের দিনগুলি বড় সুখে কাটিতেছিল। প্রসন্নচিত্ত সুধাংশুর মুখে কখনও বিষাদের চিহ্নমাত্র লক্ষিত হয় নাই ; ভবিষ্যতের কোন চিন্তা কখনও তাহার মনে স্থান পায় নাই । وكا (ج لا