পাতা:সতুর মা.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ জ্যোৎস্নাময়ী রজনীতৃে মুসজ্জিত কক্ষে শুভ্র সুন্দর পরিচ্ছদ-শোভিত হইয়া কুসুম-সুবাসে গৃহ আমোদিত করিয়া প্রফুল্লমুখী বীণাপাণি যখন বীণা সংযোগে মধুর কেণ্ঠে গাহিত—“তোমারি মধুর রূপে ভরেছ ভুবন”—তখন পুলক্তিচিত্তে স্থধাংশুনাথ বলিয়া উঠিতেন “দেখ, দেখ প্রভা ! বীণা আমার কত সুন্দর” ! তাহার মনে হইত সত্যই বুঝি স্বরলোক-বাসিনী বীণাপাণি দয়া করিয়া কন্যারূপে তাহার গৃহ উজ্জ্বল করিতে আসিয়াছেন। ভ্রান্ত সুধাংশুনাথ একদিনও ভাবেন নাই যে, এ রত্ব চিরদিন গৃহে রাখিতে পারিবেন না, একদিন স্ব-ইচ্ছায় অষ্ঠের হাতে তুলিয়া দিয়া পিতার কৰ্ত্তব্য পালন করতে হইবে। ( २ ) বীণার জ্যেষ্ঠতাত হিমাংশুনাথ বীণার পিতৃ বন্ধুস্বরেশচন্দ্রের প্রেরিত টেলিগ্রামে ভ্রাতার আকস্মিক মৃত্যু সংবাদে মৰ্ম্মাহত হইয়া ব্যথিত চিত্তে ভ্রাতৃবধু ও ভ্রাতুষ্পত্রীকে নিজ গৃহে লইয়া আসিলেন। শোকের প্রথম উচ্ছাস ক্ষান্ত হইলে ক্ৰন্দনের বেগ সম্বরণ করিয়া অঞ্চলে চক্ষু মুছিয়া বীণার জ্যেঠাইমা কয়েক মুহূৰ্ত্ত বীণার দিকে চাহিয়া গালে হাত দিয়া বলিলেন— > s"