পাতা:সতুর মা.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা ক্ষোভ আর স্থান পাইল না, রং আপন অধিকারচ্যুত হইয়াও সতুর সহিত একই গৃহে বাস করিতে পাওয়ায় তাহার আশা হইল, সতুকে বোলে লইয়া—তাহার মুখে অমিয় হাসি দেখিয়া জীবনের দুঃখ শোক ভুলিতে পারবে, এমন কি নিজের জন্তরের আশা আদর্শ দিয়া ডাহার শিশুহৃদয়টি গঠিত করিয়া তুলিতে পারাও হয়ত অসম্ভব হইবে না। কিন্তু, এ আশা তাহার ফলবতী হইল না। সতুর মুখে অমিয়মাখা মা বুলি ফুটিবার পূর্বেই পঙ্কজিনী তাহার সে ভুল ভাঙ্গিলেন। দুঃখিনীকে আশাহত করিয়া কত্রীঠাকুরাণ যে নূতন হুকুম জারি করিলেন, তাহাতে নবদুর্গার বুৰিতে বিলম্ব হইল না যে, সত্যুর নিকট হইতে তাহাকে সৰ্ব্বদা দূরে রাখাই কত্রীর এই নূতন আদেশের উদেশ্ব। প্রাণপণ বলে নবদুর্গ তাহার উচ্ছসিত অশ্রবেগ সম্বরণ করিয়া নীরবে কীর সে নিষ্ঠুর আদেশ শিরোধার্ঘ্য করিল। েিনর পর লি সত্বর দেহে লাবণ্য যেন উলিয়া পড়িতে লাগিল। সত্ব দোলন ছাড়িয়া "টি ইঁট-পাপ” করিতে শিথিল, মুখে মধুর আধৰুলি ফুটিল, শিশুস্বভাবসুলভ হৰ্ষ-চাঞ্চল্য প্রকাশ পাইল, তাহার সরল তরল স্বধাহাস্তে মোহাগ-ক্ৰন্দনে পঙ্কজিনীর নীরব কক্ষ > 0