পাতা:সতুর মা.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা মুখরিত হইল। সতু মজুমদার-দম্পতিকে মা বাবা বলিয়া চিনিতে ও ডাকিতে শিখিল । উভয়ের অন্তর ছাপাইয়া আনন্দের স্রোত বহিল, চোখে মুখে অপূর্ব পুলকদীপ্তি প্রকাশ, পাইল। নিঃসন্তান দম্পতির বৈচিত্র্যবিহীন বিষাদময় জীবনে ক্ষুদ্র শিশু ধীরে ধীরে আবার আশা আনন্দ ও উৎসাহ জাগাইল। সতুর “সতু” নাম লুপ্ত হইল, তাহার নাম হইল “রাজেন্দ্র” ! পিতামাতার কাছে সতু রাজেন্দ্র ও র্তাহীদের আশ্রিত কৰ্ম্মচারী দাস দাসী প্রভৃতির নিকট “রাজাবাবু” নামে অভিহিত হইতে লাগিল। ভ্রমক্রমেও কোন দন “সতু” নাম মুখ হইতে উচ্চারিত না হয়, নবদুর্গাকে এ বিষয়ে বিশেষ ভাবে সতর্ক করিয়া দেওয়া হইল। নবদুর্গার প্রাণে আঘাতের পর আঘাত পড়িল, বড় জোরে একটা নিশ্বাস অনেকখানি হতাশের সহিত অন্তর ভেদ করিয়া বাহির কুইয়া গেল । নবদুর্গা নীরবে এ প্রস্তাবেও সম্মত হইল। সেলাইয়ের কলটি যেমন চালকের পদ বা হস্ত তাড়নে বাধ্য হইয়া সুন্দর কোমল রেসমা রুমালখানির কিনারা সূচীবিন্ধ, করিয়া প্লিচের পর গ্লিচ, ফেলিয়া যায়, নবদুর্গাওঁ ধৰ্ম্মবুদ্ধির তাড়নায় বাধ্য হইয়া তেমনি আপন দীন বেদনাতুর হৃদয়খানার প্রতি লক্ষ্য মাত্র না রাখিয়া নীরবে নিয়মিতরূপে

  • >