পাতা:সতুর মা.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ বিস্ময়ে কলরব করিতে করিতে ছাদ হইতে নামিয়া আসিল। কান্তিচন্দ্র তাহদের সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন— “বীণার মা কই ? আমি বীণাকে বিবাহ করতে এসেছি।” অমনি হুলুধ্বনির সহিত বিবাহের মঙ্গল শঙ্খ উচ্চ নিনাদে বাজিয়া উঠিল, শষ্যাশায়িতা প্রভা একবার শিহরিয়া উঠিলেন। বীণার জ্যেঠাইমা ছুটিয়া ঘরে গিয়া রুদ্ধশ্বাসে হাপাইতে ই।ণাইতে বলিলেন “ছোট বো, ছোট বেী, ও ছোট বোঁ । বীণার বর এসেছেরে শিগগির আয় ।" তিনি ব্যস্ততাপ্রযুক্ত আর অপেক্ষা করিতে না পারিয়া ঘর হইতে ছুটিয়া বাহিরে যাইবার সময় বলিয়া গেলেন “বীণা, তোর মাকে জাগিয়ে দে কান্তি তোকে বিয়ে করতে এসেছে !” বীণা হতবুদ্ধি হইয়া উদ্বেল ব্যাকুল কণ্ঠে ডাকিল “মা ! ওমা ! মাগো !” প্রভার আর উত্তর পাওয়া গেল না। २०१