পাতা:সতুর মা.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা পরদিন হইতে নবদুর্গার দুঃখ না ঘুচিলেও তাহার জীবন-যাত্রার পথ অপেক্ষাকৃত সুগম হইল। তাহার গণ্ডী-ঘের কৰ্ম্মক্ষেত্রটুকু বিস্তৃত স্বাকার ধারণ করিল ! দুঃখিনীর দুঃখের রাতে বুঝি মুখের জ্যোৎস্না উকি দিল। ঈশ্বরের আশীৰ্ব্বাদে, দেবতার বরে ক্রমে সতু তাহার রোগমুক্ত সুস্থ সবল হইয়া উঠিল। দিনের পর দিন, মাস, বৎসর, দশ বৎসর কাটিল। ক্রমে সতু তাহার রূপে গুণে জ্ঞানে সম্মানে দেশপ্রসিদ্ধ হইয়া উঠিল। নবদুর্গার, মজুমদার-দম্পতির হৃদয় আনন্দে পূর্ণ হইল! মজুমদার-দম্পতির সে আনন্দ, স্বাস্তে মুখর, গর্বে দীপ্ত, বাসনায় অতৃপ্ত ! নবদুর্গার সে হর্ষ, অশ্রুতে স্নিগ্ধ, কৃতজ্ঞতায় নিৰ্ম্মল, তৃপ্তিতে মধুর! যথাসময়ে রাজেন্দ্রের বিবাহ হইল। পুত্রের অনুরূপ লাবণ্যময়ী নববধু আসিয়া মজুমদার-ভবন উজ্জল করিল। নবদম্পতি মজুমদার-গৃহিণীর চরণ বন্দনা করিয়া শুভাশীৰ্ব্বাদ মস্তকে লইয়া স্মিতমুখে গৃহে প্রবেশ করিল। দ্বারের পাশ্বে পাটিকা পরিচারিকা ও বাহিরের পাঁচজনের সহিত দাড়াইয়া নবদুর্গ সে আনন্দ দৃশ্য দেখিয়া অন্তরে অপূর্ব পুলকম্পন্ন অনুভব করিল। জগদীশ্বর চরণে হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদন করিয়া বার বার—শত ৩২