পাতা:সতুর মা.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা আসায়, সতুর সঙ্গে কথা কওয়ায় আমার আর কোনো আপত্তি নেই, কেবল”—নিতান্ত কোমল করুণকণ্ঠে পঙ্কজিনী বলিলেন—“তোমায় আর কি বোলবো নবদুর্গ সকলি তো তুমি জান ? আচ্ছা কাল থেকে যখন ইচ্ছা তুমি উপরে এসে সতুর সঙ্গে কথা বোলে, কেবল মনে রেখো, সতু যেন না জানতে পারে তুমি—” পঙ্কজিনীর কথায় বাধা দিয়া নবদুর্গা ধীর গম্ভীরস্বরে বলিল—“ভয় নেই দিদিঠাকরুণ, মনে সে ভয় সে ভাবনা রাখবেন না, এমন অধৰ্ম্ম আমা হতে হবে না, যা প্রতিজ্ঞা করেছি প্রাণ দিয়ে তা পালন কোরবো। সতু আপনার, চিরদিন আপনারই থাকবে, আমি তার কাছ থেকে কোনো কিছুরই আশা রাখবো না, কেবল—” নবদুর্গ সহস৷ পঙ্কজিনীর পদদ্বয় উভয় হস্তে বেষ্টন করিয়া অনুনয়স্বরে বলিল—“আর কিছু নয় কেবল সতুকে সাধ মিটিয়ে দেখতে, তার কাছে থাকতে দেবেন, দয়া করে আমায় সতুর কাছ থেকে কোনো দিন দূরে সরাবেন না; আর সতুকে যে নামই দিন আমার মরণ পৰ্য্যন্ত সকলে आर्गरक সতুর মা বলেই ডাকবেন।” - নবদুর্গা নীরব হইল—অনাথার অশ্রুবারি নীরবে সৌভাগ্যবতীর চরণ ধৌত করিতে লাগিল । כס\