পাতা:সতুর মা.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झडूर्श পরিচ্ছেদ। রাজেন্দ্র এখন ডেপুটি ম্যাজিষ্ট্রেট। ধনীর গৃহিণী— ম্যাজিষ্ট্রেটের জননী পঙ্কজিনী, তাহার মুখের সীমা— ঐশ্বর্যের অবধি নাই। র্তাহার স্বাস্থ্য অটুট, মুখ নিরক চ্ছিন্ন, গর্ব অক্ষুণ্ণ । সকল সৌভাগ্য লাভ করিয়া মনের সাধে পঙ্কজিনী সংসারে সকলের উপর প্রভুত্ব করিতে লাগিলেন। আর নবদুর্গা আত্মগোপন করিয়া নিতান্ত দীনভাবে দাসী-মহলে দাসীরূপে দিনাতিপাত করিতে লাগিল । কিন্তু হায় ! পঙ্কজিনীর এত সাবধানতা সতর্কতা সকলি বৃথা হইল! এত সুখ বেশী দিন তাহার ভাগ্যে সহিল না ! রাজেন্দ্রের বিবাহের তিন বৎসরের মধ্যে মজুমদার মহাশয়ের মৃত্যু হইল। পঙ্কজিনীর সকল আশা ভরসা আৰুনা যেন সেই সঙ্গেই অন্তৰ্হিত হইল। স্বামীর মৃত্যুর অব্যবহিত পরে শোকের তীব্রতার মধ্যেই পঙ্কজিনী আপন বৰ্ত্তমান অবস্থা ও নবদুর্গার প্রতি নিজের সুদীর্ঘ কালের অনুচিত আচরণ স্মরণ করিয়া মনে মনে শঙ্কিত হইয়া উঠিলেন। এখন ? এখন যদি নবদুর্গ সেই দুর্ব্যবহারের প্রতিশোধ লয় ? 08