পাতা:সতুর মা.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা নবদুর্গার প্রতি কতদিনের কত নিৰ্ম্মম ব্যবহার এক সময় যাহা উচিত ভাবিয়াই করিয়াছিলেন আজ একে একে সেই সকল স্মরণ করিয়া পঙ্কজিনী মৰ্ম্মে মৰ্ম্মে শিহরিলেন ! তাইত, এখন যে নবদুর্গার প্রতিশোধ লইবার স্বর্ণ স্থযোগ ! একটি—এখন একটি মাত্র গোপন কথা তাহার রাজেনকে—র্তাহার প্রাণের প্রাণ নয়নের মণি আনন্দ আশা—র্তাহার ইহ জীবনের একমাত্র সম্বল রাজেনকে যদি নবদুর্গ বলিয়া দেয়,—“পঙ্কজিনী তোমার—পঙ্কজিনীর গর্ভে তুমি—” ওঃ ! পঙ্কজিনী আর পারিলেন না। এ চিন্তা তাছার অসহনীয় হইল। ভাবিতে ভাবিতে র্তাহার নিশ্বাস রুদ্ধপ্রায় হইল চৈতন্য বিলুপ্ত হইবার উপক্রম হইল। তাহার মনে হইল—“না দেরি নয়, এখনই এর উপায় করিতে না পারিলে সত্য প্রকাশ পাইবে, পুত্র আপম গর্ভধারিণীকে চিনিয়া &: রাজ-জননী হইবে, পতি-পুত্রহীন দুর্ভাগ্য অামি অসহ কষ্টে নীরবে কৰ্ম্মফল ভোগ করিব ! হায়, এই কি আমার নিয়তি! এই কি বিধিলিপি ! না, কখনই না।” পঙ্কজিনী আর স্থির থাকিতে পারিলেন না—দিবসের নিরূপিত কৰ্ম্মগুলির অবসানে রান্নাঘরের পার্শ্বে ক্ষুদ্র ঘরখানিতে, যেখানে नबर्श ভূমি Ψ)6ξ