পাতা:সতুর মা.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা হইল, কিন্তু তৎক্ষণাৎ ওই ঠাকুর ঘরে শালগ্রাম শিলার সম্মুখে তাম তুলসী গঙ্গাজল লইয়া শপথ করা তাহার মনে পড়িল, নবদুর্গ শিহরিয়া উঠিল। নিজের ঘরে দ্বার রুদ্ধ করিয়া করযোড়ে ডাকিল—“হে নারায়ণ রক্ষা কর । মধুসূদন শক্তি দাও, সহ করবার শক্তি দাও, যেন প্রতিজ্ঞাভঙ্গ-পাপে না মজি ।” সন্তোষিণীর বিবাহের পর কয়েক বৎসর অতিবাহিত হইয়াছে। যথাসময়ে একে একে সে তাহার বিবাহিত জীবনের সুখ, দুঃখ, আশা, আনন্দের কাহিনীগুলি শুনাইয়া,—তাহার—নবকুমারের কমলমুখের অমিয় হাসি দেখাইয়া,—সরল হৃদয়ের অনাবিল ভক্তি শ্রদ্ধা উপহার দিয়া, সতুর মায়ের সংসার-তাপ-তপ্ত অবসন্ন দেহ মনে এখনও হর্ষ বিষাদ অাশা আকাঙ্ক্ষাকে সচেতন রাখিয়াছে । নতুবা, সন্তোষিণীর বিবাহের পর হইতে দিনের পর দিন তাহার প্রতি গৃহস্থের, বিশেষতঃ কত্রীঠাকুরাণীর অযথা অত্যাচার যেরূপ বৃদ্ধি পাইতেছিল, তাহাতে একেবারেই তাহাকে জীবন্মত হইয়া থাকিতে হইত। সতুর মায়ের জীবনের অনেক দিন কাটিয়া গিয়াছে, যাহা দেখিবার এবং যাহা দেখিবার নয়, যাহা শুনিবার এবং যাহা শুনিবার নয়, এমন অনেক কিছুই সে তাহার জীবনে দেখিরা শুনিয়া 82