পাতা:সতুর মা.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা একগাছি অন্নদামী সোনার অনন্ত দিয়া একটু মৃদু ভৎসনার সহিত রাজেন্দ্র নিজ হাতে সতুর মাকে বকশিশ, দিলেন। সতুর-মা আর কথা কহিতে পরিল না, হৃদয় মনের সমগ্র শক্তির দ্বারা উচ্ছসিত অশ্রবেগ সম্বরণ করিয়া কোনমতে তাহাকে হাত পাতিতে হইল কিন্তু শত চেষ্টাতেও মনিবের দেওয়া গরদ পরিয়া গলায় হার ও হাতে অনন্ত দিয়া, দাসী মহলে হাত দুলাইয়া বেড়াইতে পারিল না । বধুর কোন প্রিয়দাসী ইসারা ইঙ্গিতে জানাইল—সতুর মাকে যা দেওয়া হয়েচে তা তার পছন্দ হয়নি, হারে পাথর বসান নয়, আর এক গাছা অনন্ত বলে সে পরেনি। সকলে রোষ প্রকাশ করিয়া বলিল—না হোকগে পছন্দ, মরুক গে—ছোট লোককে হাজার দাও মন ওঠে না। পুটুরাণীর দিদিমা তাহার স্বভাবসিদ্ধ বিক্রপপূর্ণ স্বরে বলিলেন— “বলগে না তোদের বাবুকে—পুরণে চাকরাণী, মেয়ের বিয়েয় যা চাইবে খুলী হয়ে তাই দেবে –চাই কি একটা রাজত্ব আধখান রাজকন্যাও দিতে পারে।” নবদুর্গা সকলি শুনিল, এক এক জনের এক একটি বিক্রপ তাহার অন্তরে শেলের মত বিধিতে লাগিল । একবার তাহার এই হাটের মাঝে হাড়ি ভাঙ্গিতে ইচ্ছ। 8b